ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৪ মহররম ১৪৪৭

ফুটবল

করোনায় আক্রান্ত রিয়ালের নাচো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
করোনায় আক্রান্ত রিয়ালের নাচো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের ফুটবলার নাচো ফার্নান্দেস। তার কোভিড-১৯ পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল কর্তৃপক্ষ।

গত পাঁচ দিন ধরে সঙ্গনিরোধে থাকা এই ডিফেন্ডার আইসোলেশনে থাকবেন বলেও জানায় গ্যালাকটিকোরা।

করোনা পজিটিভ একজনের সঙ্গে থাকার কারণে রিয়ালের কোপা দেল রে’র ম্যাচে আলকোয়ানোর বিপক্ষে সেই ভ্রমণে ছিলেন না নাচো। যদিও একদিন আগেই তাকে পরীক্ষা করানো হলে তিনি নেগেটিভ হয়েছিলেন।

নাচো এখন তার দ্বিতীয় পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন। যেখানে ভিতোরিয়াতে আলাভেসের বিপক্ষেও খেলতে পারেননি তিনি। ৩১ বছর বয়সী এই তারকার কোচ জিনেদিন জিদানের সঙ্গে মাঠের বাইরে থাকতে হচ্ছে। কেননা ফরাসি কোচেরও করোনা পজিটিভ হয়েছে।

এনিয়ে পঞ্চম রিয়াল ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হলেন নাচো। এর আগে এদের মিলিতাও, এডেন হ্যাজার্ড, কাসেমিরো ও লুকা জোভিচের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa