ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

শেবাচিমে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
শেবাচিমে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

বরিশাল: গেল ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের তথ্য সংগ্রহ শাখা।

 

জানা গেছে, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সর্বশেষ বরিশালের বন্দর থানার কুন্দিয়ালপাড়া এলাকার রিয়াজ উদ্দিন বিশ্বাস (৫০), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কামারকাঠি এলাকার অনামিকা (২২) ও বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা এলাকার সেকান্দার আলী (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আর এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে ভর্তি হওয়া প্রায় সাত হাজার রোগীর মধ্যে ১১৫ জন রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ৩৬ জন। বর্তমানে এ হাসপাতালে ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বাংলানিউজকে জানান, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।  

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa