ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৪ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

শিবচরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
শিবচরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

মাদারীপুর: সারা দেশের মতো মাদারীপুর জেলার শিবচরেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বৃষ্টি থাকায় সর্দি-জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।

শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এ রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিনই ডেঙ্গু পরীক্ষাসহ জ্বরে আক্রান্তরা চিকিৎসার জন্য আসছেন। আক্রান্ত রোগীদের বেশির ভাগই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর রোগীরা ঢাকাসহ বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন। গত ২৩ সেপ্টেম্বর থেকে ০১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২০ জন। যাদের মধ্যে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ছয়জন। এছাড়া প্রতিদিন ২০-২৫ জন রোগী ডেঙ্গু টেস্টের জন্য আসছেন।

এদিকে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় শিবচরের এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকার চাঁদনী বেগম নামে ওই নারী ঢাকায় যাওয়ার পর জ্বরে আক্রান্ত হন।

খোঁজ নিয়ে জানা গেছে, আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে গতমাস থেকেই সর্দি-জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে সর্দি-কাশিতে। এছাড়া জ্বরের প্রকোপও বেড়েছে। এর মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকেই।  

ডেঙ্গু আক্রান্ত হওয়া উপজেলার দত্তপাড়া এলাকার মো. ফররুখ আহমেদ বলেন, গত মাসে জ্বরে আক্রান্ত হই। তিনদিন পর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। পরে বাড়িতেই চিকিৎসা নিয়েছি। বেশ কিছুদিন ভুগেছি। আল্লাহর রহমতে এখন সুস্থ।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ইব্রাহিম বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। হাসপাতালে এখন ছয়জন রোগী ভর্তি আছেন। প্রতিদিনই পরীক্ষা হচ্ছে। আক্রান্তরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ অন্যান্য স্থানে ভর্তি হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa