ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

শ্রীমঙ্গলে হাতধোয়া কর্মসূচি অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
শ্রীমঙ্গলে হাতধোয়া কর্মসূচি অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: হাত ধুয়ে খাবার খাবো, সুস্থ থেকে লেখাপড়া করবো- এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে হাতধোয়া কর্মসূচি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এম আর খান চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহিতা ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বগানের জেলারেল ম্যানেজার জহির আহমদ চৌধুরী।



এসময় বক্তব্য রাখেন-স্বাস্থ্যসেবা গ্রহিতা ফোরামের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, কবি তোফায়েল আহমদ, সাংবাদিক সুমন বৈদ্য ও ওয়েব ফাউন্ডেশনের কর্মকর্তা মঞ্চন পাল।

ছাত্রছাত্রীদের এসময় হাত থেকে জীবানু কিভাবে পেটের ভেতরে গিয়ে রোগ সৃষ্টি করে তা বর্ণনা করা হয়। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের সঠিক উপায়ে হাত ধোয়ার নিয়ম শিখিয়ে দেন।  

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa