ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

কোমরে ব্যথা ও প্রতিকার

ডা. মোহাম্মদ আনিসুর রহমান, বিভাগীয় সম্পাদক, স্বাস্থ্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
কোমরে ব্যথা ও প্রতিকার ছবি: প্রতীকী

কোমরে ব্যথা অনুভুত হয়নি এমন লোক পৃথিবীতে খুব কম পাওয়া যাবে।
পরিসংখ্যান বলছে পৃথিবীর শতকরা ৮০ ভাগ লোক জীবনের কোন না কোন সময় কোমরের ব্যথায় আক্রান্ত হন।

পৃথিবীতে শ্বাসতন্ত্রের প্রদাহের পর কোমরে ব্যথা হচ্ছে দ্বিতীয় কারণ যার জন্য রোগী চিকিৎসকের শরণাপন্ন হোন।

কোমরে আছে ৩০টির বেশি হাড় এবং ১০০-এর বেশি নার্ভ, মাংসপেশী, লিগামেন্ট ও টেন্ডন। এ সমস্ত কিছু নিয়ে কোমর খুবই সংবেদনশীল অবস্থায় থাকে। এগুলোর কোন একটি বা একাধিক উপাদানের মধ্যে সমস্যা হলে কোমরে ব্যথা হতে পারে।

কারা কোমরে ব্যথায় ঝুঁকিপূর্ণ
মহিলারা কোমর ব্যথায় বেশি আক্রান্ত হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ে ক্যালসিয়াম কমে যায়। ফলে গৃহস্থলীয় ভারি কাজ করতে গিয়ে কোমরে ব্যথায় আক্রান্ত হোন।
যারা দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে   থেকে কাজ করেন। যেমন— ডেস্ক জবস যারা করে, দোকানে বসে যারা কাজ করে, উকিল, সার্জন, গাড়ির ড্রাইভার।
যারা হেভি ওয়েট লিফটিং করে

কোমর ব্যথার কারণ
মাংসপেশীর সমস্যাজনিত কারণে অধিকাংশ ব্যথা হয়।
হাড়ে ক্ষয়জনিত সমস্যা।
মেরুদণ্ডে হাড়ের সংযোগস্থলের ডিস্কের সমস্যা হলে।

কখন চিকিৎসকের শরনাপন্ন হবেন
মারাত্মক আঘাত লাগার পর কোমরে ব্যথা হলে
ব্যথার সঙ্গে জ্বর ও কাঁপুনি হলে
হঠাৎ শরীরের ওজন কমে গেলে
পা যদি দূর্বল হয়ে যায়
প্রস্রাব ও পায়খানা বন্ধ হয়ে গেলে

কোমরে ব্যথা থেকে মুক্ত থাকার উপায়
দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে না থেকে ৩০ মিনিট পর পর একটু দাঁড়ান বা বসুন।
শরীরের ওজন নিয়ন্ত্রনে রাখুন।
সুষম খাদ্য গ্রহণের অভ্যাস করুন।
বসার সময় মেরুদণ্ড সোজা করে বসুন।
দীর্ঘক্ষণ বসতে হলে পিঠে বালিশ দিয়ে বসুন।
রাতে ঘুমানোর সময় নরম বিছানা পরিহার করুন।
ধুমপানের অভ্যাস ত্যাগ করুন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa