ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

ইপিআই টিটি-পাঁচ কার্য্যক্রমে দেশসেরা জেলা ফরিদপুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
ইপিআই টিটি-পাঁচ কার্য্যক্রমে দেশসেরা জেলা ফরিদপুর

ফরিদপুর: ২০১৪ সালে ইপিআই টিটি-পাঁচ কার্যক্রমে সাফল্যের জন্য দেশসেরা জেলা হয়েছে ফরিদপুর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ফরিদপুরের সিভিল সার্জন অসিত রঞ্জন দাস বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি বলেন, গত ১০ সেপ্টম্বর ঢাকার বিসিপিএস মিলনায়তনে কভারেজ ইভ্যুলেশন সার্ভের ভিত্তিতে শ্রেষ্ঠ পারফর্মিং জেলা হিসেবে আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে
ক্রেস্ট গ্রহণ করি।

ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন ফজিলাতুন্নেসা রানা জানান, গত বছর ফরিদপুরে ১৫ থেকে ৪৯ বছর বয়সী চার লাখ ৯৩ হাজার নারীকে টিটি-পাঁচ দেওয়ার কথা ছিল। সেক্ষেত্রে ফরিদপুর ৮০ ভাগ সাফল্য অর্জন করে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে বিবেচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa