ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৪ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

হ্যাকাথনের সমাপনী অনুষ্ঠান শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
হ্যাকাথনের সমাপনী অনুষ্ঠান শনিবার হ্যাকাথনের সমাপনী অনুষ্ঠান শনিবার।

দেশের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে সেগুলোর তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিসের সমাপনী অনুষ্ঠান হতে যাচ্ছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সমাপনী অনুষ্ঠানটি হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

সমাপনী অনুষ্ঠানে ন্যাশনাল হ্যাকাথনে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। বিজয়ীদের ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান টেক মাহিন্দ্র এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

Alexa