ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

স্মৃতিস্তম্ভ বিতর্কের মাঝেই মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে ভারত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
স্মৃতিস্তম্ভ বিতর্কের মাঝেই মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে ভারত 

স্মৃতিস্তম্ভ নিয়ে বিতর্কের মাঝেই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে জড়ো হয়েছেন হাজারো মানুষ।  

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নয়াদিল্লিতে কংগ্রেস পার্টির সদর দপ্তরে আনা হয় দেশটির ১৪তম প্রধানমন্ত্রীর কফিন।

এ সময় তাকে তাকে গার্ড অব অনার দিয়ে তার কফিন ফুল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়।

এর আগে মনমোহন সিংহের স্মৃতিসৌধের জন্য জায়গা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসের দাবি ছিল, এমন এক স্থানে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হোক যেখানে তার সম্মানে একটি স্মৃতিসৌধ তৈরি করা যাবে। বিপরীতে বিষয়টি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ‘রাজনীতি করার’ অভিযোগ তোলে বিজেপি।  

শুক্রবার (২৭ ডিসেম্বর) অমিত শাহ জানান, সরকার ভারতের ১৩তম প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সম্মানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করার জন্য স্থান বরাদ্দ করবে। তিনি কেবিনেট বৈঠনের পর কংগ্রেস সভাপতি মালিকার্জুন খারকে এই সিদ্ধান্তটি জানিয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আজ (২৮ ডিসেম্বর) সকালে, সরকার কংগ্রেসের সভাপতির কাছ থেকে প্রাক্তন মনমোহন সিংয়ের স্মৃতিস্তম্ভের জন্য স্থান বরাদ্দের অনুরোধ পেয়েছে। কেবিনেট বৈঠনের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস সভাপতি খারক এবং মনমোহন সিং-এর পরিবারের কাছে জানিয়েছেন সরকার স্মৃতিস্তম্ভের জন্য স্থান বরাদ্দ করবে। দাহক্রিয়া এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পারে  একটি ট্রাস্ট গঠন করা হবে এবং ট্রাস্টের অধিনে স্থান বরাদ্দ করা হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa