ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মিজোরামে বাস খাদে পড়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ৫, ২০১৮
মিজোরামে বাস খাদে পড়ে ১১ জনের মৃত্যু খাদে পড়া বাস। ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর-পূর্ব ভারতের মিজোরামে বাস খাদে পড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ডজন খানেক। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

দেশটির পুলিশ বলছে, যাত্রীবাহী একটি বাস রাজ্যটির রাজধানী আইজল থেকে দক্ষিণ মিজোরামের সিয়াহায় যাচ্ছিল। এসময় পথে লুংলেই জেলার পাংজাওল গ্রামে একটি খাদের প্রায় ৫০০ মিটার গভীরে পড়ে যায় বাসটি।

এতে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, সোমবার (০৪ জুন) সন্ধ্যায় লুংলেই জেলাতেই প্রবল বর্ষণে ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa