ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

এবার যুদ্ধবিরতির ঘোষণা দিলো তালেবান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জুন ৯, ২০১৮
এবার যুদ্ধবিরতির ঘোষণা দিলো তালেবান ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে তালেবান। শনিবার (৯ জুন) সশস্ত্র সংগঠন তালেবান আফগান সরকারের বিরুদ্ধে এই যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

এর আগে বৃহস্পতিবার (৭ জুন) টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানের বিরুদ্ধে শর্তবিহীন যুদ্ধবিরতির ঘোষণা দেন।

**ঈদ ঘিরে তালেবানের সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণা আফগানিস্তানের

তবে তালেবান আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিদেশি সামরিক বাহিনী এই যুদ্ধবিরতির বাইরে থাকবে।

বিদেশি বাহিনীর বিরুদ্ধে তাদের লড়াই চলবে। তারা আরও বলেছে, তাদের বিরুদ্ধে যেকোন আক্রমণের জবাবও দেবে তারা।

আফগান প্রেসিডেন্ট এর আগেও তালেবানের বিরুদ্ধে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে এবার প্রথমবারের মতো শর্তবিহীন যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ঘানি।  

ইসলামিক নেতাদের সুপারিশে তালেবানের বিরুদ্ধে যুদ্ধবিরতির ঘোষণা দেন আফগান প্রেসিডেন্ট।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ০৯, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa