ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কানাডায় তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৫৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৮
কানাডায় তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ সংগৃহীত ছবি

কানাডার পূর্বাঞ্চালে গত এক সপ্তাহে প্রচণ্ড তাপদাহে ৫৪ জনের প্রাণহানি হয়েছে। দেশটির মেট্রোপলিটন স্বাস্থ্য কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন, তাপদাহে বেশিরভাগ মৃত্যু হয়েছে মন্ট্রিলে। সেখানে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে।

ক্যুবেক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফরাসি-কানাডিয়ান প্রদেশে প্রচণ্ড তাপদাহে বাকিদের মৃত্যু হয়েছে।  

**কানাডায় তাপদাহে প্রাণ গেল ১৯ জনের

পার্শ্ববর্তী ওনটারিওতে তাপমাত্রা অনেক বেড়েছে।

তবে সেখানে এখনও প্রাণহানি ঘটেনি।

বৃহস্পতিবার (৫ জুলাই) কানাডার পরিবেশ অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছিল, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হবে। কিন্তু বাতাসে আর্দ্রতা থাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হয়েছে।  

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নোয়েমি ভানহিউভারজইউং বলেন, আশা করছি আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাপমাত্রা কমবে।  

২০১০ সালে মন্ট্রিলে প্রচণ্ড তাপদাহে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa