ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মিয়ানমারকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
মিয়ানমারকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

ঢাকা: মিয়ানমারের ওপর বেজায় চটেছে যুক্তরাষ্ট্র। ফলে মিয়ানমারকে ভিসা দেওয়ার কথা আপাতত না বলে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে অনীহা দেখানোয় মিয়ানমারের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারের অবৈধ অভিবাসী ফিরিয়ে নেওয়ার কথা বলা হলেও তা বাস্তবায়নে করেনি মিয়ানমার।

মঙ্গলবার (১০ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এমন তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারের অবৈধ অভিবাসী ফিরিয়ে নিতে বার বার বলা হয়েছে।

কিন্তু মিয়ানমার যুক্তরাষ্ট্রের কথা শুনতে অনীহা প্রকাশ করেছে। এজন্য মিয়ানমারের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই অপরাধে লাওসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এমআইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa