ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জালিয়াতির দায় স্বীকার ট্রাম্পের সাবেক আইনজীবীর  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
জালিয়াতির দায় স্বীকার ট্রাম্পের সাবেক আইনজীবীর   ছবি সংগৃহীত

ঢাকা: ২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে এক প্রার্থীর (বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে ইঙ্গিত করে) কথায় প্রচারণাবিধি লঙ্ঘন করেছেন বলে আদালতে স্বীকার করেছেন ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন (৫১)। 

মঙ্গলবার (২২ আগস্ট) ম্যানহাটন ফেডারেল আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করে কোহেন বলেন, ফেডারেল অফিসের জন্য এক প্রার্থীর নির্দেশনায় তিনি কিছু তথ্য সরিয়েছেন। যা জনসম্মুখে এলে ওই প্রার্থীর ক্ষতি হতো।

 

বিচারক উইলিয়াম এইচ. প্যায়েল ১২ ডিসেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। রায়ে কোহেনের শাস্তি হতে পারে।

কোহেনের বিরুদ্ধে ট্যাক্স জালিয়াতি, প্রচারাভিযানের অর্থসংযোগ করার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন এবং ট্রাম্পের সঙ্গে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের যৌন সম্পর্কের ব্যাপারটি চেপে যেতে স্টর্মি ড্যানিয়েকে এক লাখ ৩০ হাজার ডলার দেওয়াসহ গুরুতর বেশকিছু অভিযোগের প্রমাণ মিলেছে।

এর আগে তিনি নিউ ইয়র্কের এফবিআইয়ের কাছে আত্মসমর্পণ করেছেন এবং তিনি এখন কর্তৃপক্ষের হেফাজতে আছেন।  

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa