ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ডলারের বিপরীতে সর্বনিম্ন দামে রুপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
ডলারের বিপরীতে সর্বনিম্ন দামে রুপি

মার্কিন ডলারের বিপরীতে আবারো ভারতীয় রুপির রেকর্ড পরিমাণ দরপতন হয়েছে। বলা হচ্ছে এ যাবতকালের সর্বনিম্ন দর এটি।

বুধবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, প্রতি ডলারের বিপরীতে রুপির মূল্য ৪২ পয়সা কমে ৭০ দশমিক ৫২ রুপিতে নেমে এসেছে।  

এদিন ডলার প্রতি ৭০.৩২ রুপিতে ভারতের আন্তঃব্যাংক মুদ্রাবাজারে লেনদেন শুরু হয়, যা আগে ছিল ৭০.১০ রুপি।

দুপুরের আগে তা ৭০.৫২ রুপিতে নেমে নতুন রেকর্ড সৃষ্টি করে।

গত মাসেই (২৮ জুন) প্রতি ডলারে ৬৮ দশমিক ৯৫ রুপিতে নেমে আসে ভারতীয় মুদ্রার বিনিময়মূল্য।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa