ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ সন্ত্রাসী নিহত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযান, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম শহরে নিরাপত্তা বাহিনীর ‘এনকাউন্টারে’ বা গুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।

শনিবার (১৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়।

স্থানীয় পুলিশ বলছে, সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ চলছে।

ওই এলাকায় আরও দুই সন্ত্রাসী আটকা পড়েছে। তাদের সঙ্গেও মোকাবেলা করা হবে।

দেশটিতে এ বন্দুকযুদ্ধের কারণে বারামুল্লা এবং কাজিগন্দের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।

এদিকে, শ্রীনগর থেকে ৭২ কিলোমিটার দক্ষিণে কাশ্মীর জেলার চৌগামে আরও সন্ত্রাসীর গোপন খবর পেয়ে অনুসন্ধান অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর একটি দল।

বাংলাদেশ সময়; ০৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa