ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যায় শিশুসহ ২১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
ইন্দোনেশিয়ায় বন্যায় শিশুসহ ২১ জনের প্রাণহানি বন্যা

একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। ভূমিকম্প-সুনামির পর এবার বন্যা শুরু হয়েছে দেশটিতে। এতে উত্তরাঞ্চলের সুমাত্রা প্রদেশে নিহত হয়েছে শিশুসহ ২১ জন। 

শুক্রবার (১২ অক্টোবর) দেশটির সুমাত্রা প্রদেশের একটি স্কুল থেকে অন্তত ১১জন শিশুসহ ২১জনের প্রাণহানির খবর পাওয়া যায়। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও ১৫ জন।

 

প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় সুমাত্রার মান্ডালিং নাটালে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বাড়িঘর। উদ্ধারকারী দল শুরু করেছে উদ্ধার কার্যক্রম।

মান্ডালিং নাটাল পুলিশ প্রধান ইরসান সিনুহাজি বলেন, সম্ভাব্য আক্রান্তদের খোঁজ করতে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বন্যায় ১২টি বাড়িঘর ভেসে গেছে। নয়টি বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।  

তিনি বলেন, মুয়ারা সালাদি গ্রামের একটি স্কুলে ২৯জন ছাত্র পড়াশোনা করছিলেন। বন্যার কারণে তাদের মধ্যে ১১ জনের প্রাণহানি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮/আপডেট ১৭১৮ ঘণ্টা
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa