ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

হিলারির বাড়িতে ‘বোমা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
হিলারির বাড়িতে ‘বোমা’ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পাশে তার স্ত্রী হিলারি, ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন রাজনীতিবিদ হিলারি ক্লিনটনের বাড়িতে একটি ‘বোমা’ পাওয়া গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

বুধবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে হিলারির যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বাড়িতে সন্দেহ করা হচ্ছে বোমা- এমন বস্তুটি পাওয়া যায়।

দেশটির এক সার্জেন্ট বলছেন, কর্মকর্তারা চেষ্টা করছেন বস্তুটি কি, তা জানতে।

আর এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

হিলারি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের আইনসভার সিনেটরের দায়িত্বে রয়েছেন। এছাড়া হিলারি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa