ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৪ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

আমাদের দাদা | বিএম বরকতউল্লাহ্

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
আমাদের দাদা | বিএম বরকতউল্লাহ্

দাদার বয়ে হবে পাঁচ কুড়ি ছয়
তা বলে শোকে দুখে গুটি শুটি নয়
খায়-দায় চলে ফেরে ফুরফুরে ভাব
দেখে শুনে মনে হয় ইংরেজ সাব।
 
ছোটদের বই নিয়ে মন দেয় পাঠে
নাতি পুতি খুতি নিয়ে খেলেন মাঠে
বুড়ো দাদা শিশু হয়ে দুষ্টুমি করে
ফূর্তির বান ছোটে দাদার ঘরে।



দেশজুড়ে আত্মীয় হাজারে হাজার
কোনোদিন দেখিনি মুখটা বেজার
অল্পতে খুশি হয়ে গল্পে মাতে
সুখেরা খেলা করে দাদার সাথে।

এলাকার লোকজন ভেবে হয়রান
এত হাসি মনোবল কোথা হতে পান!
আনন্দে লাল হয়ে হেসে কয় দাদা
নিয়মের ফ্রেমে ভাই জীবন বাধা।



বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa