ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৪ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

ভালোবাসা দিবসে লা মেরিডিয়ান 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
ভালোবাসা দিবসে লা মেরিডিয়ান  ভালোবাসা দিবসে লা মেরিডিয়ান 

ভালোবাসা দিবসকে ঘিরে তিন দিনব্যাপী ভ্যালেন্টাইন্স সপ্তাহ আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা। 

১২ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০১৭,প্রতিদিন অতিথিরা ভালোবাসা দিবস উপলক্ষে এই আয়োজন উপভোগ করতে পারবেন সন্ধ্যা ৬.৩০ থেকে ১১.৩০ পর্যন্ত। ভালোবাসা দিবসের এই আয়োজনে অতিথিদের জন্য থাকছে ভ্যালেন্টাইন কেক আর্ট টিউটোরিয়াল, লাইভ ভায়োলিন, মুখোশ ও সালসা ড্যান্স।

 

লা মেরিডিয়ান ঢাকার লেটেষ্ট রেসিপিতে রেষ্টুরেন্টে জন প্রতি ৪৫০০++ টাকায় থাকছে ভ্যালেন্টাইন বিশেষ বুফে ডিনার।  

ডিনারের সাথে অতিথিরা কেক আর্ট টিউটোরিয়ালে অংশ নিতে পারবেন ও নিয়েও যেতে পারবেন।  
 
মেডিটেরিয়ান রেষ্টুরেন্ট ওলেয়াতে জন প্রতি ৫০০০++ টাকায় রয়েছে ফাইভ কোর্স ভ্যালেন্টাইন বিশেষ ডিনার। দক্ষ তত্বাবধায়কের সহায়তায় অতিথিরা সালসা ড্যান্সেও অংশ নিতে পারবেন।  

যোগাযোগ: ০১৯৯০৯০০৯০০ অথবা ০১৭৬৬৬৬৭৩৪৪৩ 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa