ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

গাড়ি চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
গাড়ি চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- ইয়াছিন দেওয়ান ওরফে লিটন খাঁ, মামুন, সুজন শিকদার ও পলাশ।

শনিবার (১ এপ্রিল) দিনগত রাতে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল ও একটি স্কুটি উদ্ধার করা হয়।

ডিবি মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) এস এম হাসান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মগবাজারের বাজাজ এলপিজি অটো পয়েন্টের সামনে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য।

তারা প্রাইভেটকার, মোটরসাইকেল ও স্কুটিগুলো ঢাকাসহ আশপাশের এলাকা থেকে চুরি করে বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছিল। তাদের নামে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

Alexa