ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

ধলেশ্বরী নদীতে ভাসছিল এক ব্যক্তির মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
ধলেশ্বরী নদীতে ভাসছিল এক ব্যক্তির মরদেহ  কামাল হোসেন

ফরিদপুর: মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় কামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।  

শুক্রবার (১ মার্চ) দুপুরে ধলেশ্বরী নদীর মালিরপাথর এলাকার কচুরিপানার মধ্যে থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত কামাল ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পশ্চিম কামারগ্রাম এলাকার মোহাম্মদ আলী আবজালের ছেলে।  

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

Alexa