ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় মাহেন্দ্র-অটোভ্যান সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
সাতক্ষীরায় মাহেন্দ্র-অটোভ্যান সংঘর্ষ, নিহত ১ প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরায় শ্যালো ইঞ্জিনচালিত মাহেন্দ্রর (থ্রি-হুইলার) সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহামান (৬৫) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) সাতক্ষীরা-যশোর সড়কের ওয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর একই জেলার কলারোয়ার উপজেলার তুলসিডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি সাতক্ষীরা সড়ক জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুর সকাল ৮টার দিকে কলারোয়া থেকে মাহেন্দ্র যোগে সাতক্ষীরার দিকে আসছিলেন। পথে ঝাউডাঙ্গার ওয়ারিয়ার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোস্তাফিজুর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।  

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

Alexa