ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

দীঘিনালায় ২০ দোকান আগুনে পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
দীঘিনালায় ২০ দোকান আগুনে পুড়ে ছাই প্রতীকী ছবি

খাগড়াছড়ি: জেলার দীঘিনালা উপজেলার ছোট মেরুং বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বাজারের পূর্বপার্শের প্রায় ২০টির বেশি দোকান পুড়ে গেছে।

বুধবার (০৩ এপ্রিল) দিনগত রাতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী এবং স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ছোট মেরুং বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কয়েকটি কাপড়ের দোকান, মুদি মনোহারী দোকান, চায়ের দোকান পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ৪০-৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

Alexa