ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৪ মহররম ১৪৪৭

জাতীয়

৭ ফুট ২ ইঞ্চির আশাদুলকে নিয়ে ঝিনাইদহে কৌতূহল!

এম রবিউল ইসলাম রবি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
৭ ফুট ২ ইঞ্চির আশাদুলকে নিয়ে ঝিনাইদহে কৌতূহল! আশাদুল

ঝিনাইদহ: বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি এবার লম্বা মানুষের দেখা মিলেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরব বাজারের পাশে শ্রীপুর পাবনা পাড়া গ্রামে। ৭ ফুট ২ ইঞ্চি লম্বা আশাদুলকে দেখতে ভিড় করছেন মানুষ।

তার নাম আশাদুল ইসলাম (২৮)। তাকে নিয়ে মানুষের মাঝে নানা রকম কৌতূহল দেখা দিয়েছে। ৭ ফুট ২ ইঞ্চি উচ্চতা তার। সময়ের সঙ্গে সঙ্গে আরও লম্বা হচ্ছেন তিনি। বর্তমানে তার ওজন ১০৫ কেজি। পেশায় তিনি পাওয়ার টিলার চালক ও কৃষক। তাকে দেখার জন্য নানা এলাকা থেকে মানুষ আসেন তার বাড়িতে।

এলাকাবাসীর দাবি, বাংলাদেশে আশাদুল সবচেয়ে লম্বা মানুষ। ওই গ্রামের ফজের আলীর তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে আশাদুল ইসলাম সবার ছোট। ছোটবেলায় সাধারণ মানুষের মতোই ছিল আশাদুল। যখন তার ১০ বছর বয়স তখন থেকে হঠাৎ করে অস্বাভাবিকভাবে লম্বা হতে থাকে আশাদুল। শারীরিকভাবে কোনো সমস্যা নেই আশাদুলের। গরিব বাবার সংসারে জন্ম নেওয়া আশাদুল লেখাপড়া করেননি। মাঠে কৃষিকাজ করেন তিনি।

আশাদুল ইসলাম বলেন, আমি যখন বিভিন্ন অনুষ্ঠান বা কোনো স্থানে যাই তখন মানুষজন আমাকে ধরে সেলফি তুলতে ব্যস্ত থাকে। এতে করে মানুষের আনন্দের পাশাপাশি আমিও মজা পাই। কখনও আমি রাগ করি না। কারণ আগেকার মানুষ এমন লম্বা ছিল তাই আল্লাহ আমাকে লম্বা বানিয়েছেন। তবে ঘর থেকে বা কোনো দোকানে ঢুকতে গেলে অনেক সময় মাথায় আঘাত পাই। গায়ের পোশাক থেকে শুরু করে সব কিছুই আগে অর্ডার দিয়ে বানাতে হয়। এটাই আমার বড় সমস্যা।  

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রীর নাম মায়া খাতুন। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। বড় ছেলের নাম আবীর হোসেন (৭) ও ছোট ছেলে আলভী (দেড় মাস)।

ওই গ্রামের আব্দুল মালেক বলেন, আমি বিভিন্ন এলাকায় অনেক ঘুরাঘুরি করছি। কিন্তু আশাদুল ইসলামের মতো লম্বা মানুষ কখনও দেখিনি। আমি তার কাছে দাঁড়ালে মনে হয় একেবারে ছোট মানুষ। তিনি পেশায় একজন পাওয়ার টিলার চালক। তাকে দেখতে নানা এলাকার মানুষ তার বাড়িতে ভিড় করছেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, শরীরের বিভিন্ন হরমোনের অস্বাভাবিক ক্রিয়ার কারণে মানুষের উচ্চতা বৃদ্ধিসহ বিভিন্ন অঙ্গের গঠনও বৃদ্ধি পেতে পারে। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কিছুই বলা সম্ভব নয়। তবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ‍ডিসেম্বর ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

Alexa