ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৪ মহররম ১৪৪৭

জাতীয়

ভারতে ১১ মাস থেকে ফেরার পথে বাংলাদেশি তরুণ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
ভারতে ১১ মাস থেকে ফেরার পথে বাংলাদেশি তরুণ আটক

হবিগঞ্জ: অবৈধভাবে ভারতে গিয়ে ১১ মাস থেকে দেশে ফেরার সময় রোহান আহমেদ (২৭) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন এ তথ্য দেন।

আটক রোহান বরিশালের উজিরপুর উপজেলায় ভবানীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় তিন মানবপাচারকারী ও রোহানের বিরুদ্ধে হবিগঞ্জের চুনারুঘাট থানায় মামলা হয়েছে।

মেজর সুমন জানান, রোহান গত বছরের ১৩ ফেব্রুয়ারি যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এরপর দিল্লিতে নানা বিভিন্ন পেশায় কাজ করেছেন।

বুধবার (১ জানুয়ারি) রাতে চুনারুঘাটের বাল্লা-টেকেরঘাট সীমান্ত দিয়ে মানবপাচারকারীদের সহযোগিতায় দেশে ফিরছিলেন। তখন বিজিবির টহল দল বাংলাদেশের ১০ গজ অভ্যন্তর থেকে কিছু ভারতীয় মুদ্রা দুইটি মোবাইল ফোনসহ তাকে আটক করে।

এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা করার পর বৃহস্পতিবার তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, মামলায় বাংলাদেশি মানবপাচারকারী টেকেরঘাট গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে কালাম মিয়া মৃত জয়নাল মিয়ার ছেলে আব্দুল আলী এবং ভারতীয় মানবপাচারকারী রফিক গাজীকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

Alexa