ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৪ মহররম ১৪৪৭

জাতীয়

রাজনৈতিক দলের অবস্থান বুঝতে চাইছেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
রাজনৈতিক দলের অবস্থান বুঝতে চাইছেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স চার্জ দ্য অ্যাফেয়ার্স  অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন

ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা এবং অবস্থানগুলোকে আরও ভালোভাবে বুঝতে দলীয় নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স  অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন।

বুধবার (২৮ জানুয়ারি)  ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা এবং অবস্থানগুলোকে আরও ভালোভাবে বুঝতে দলীয় নেতা-নেত্রীদের সঙ্গে নিয়মিত বৈঠক আয়োজন করছেন।

মিশনের চলমান কূটনৈতিক সম্পৃক্ততার অংশ হিসেবে নিয়মিত এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য ট্রেসি অ্যান জ্যাকবসন গত ১১ জানুয়ারি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

কূটনৈতিক জীবনে তিনি তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অ্যাম্বাসেডর জ্যাকবসন সাম্প্রতি নিকট প্রাচ্য বিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তার আগে, তিনি ইথিওপিয়ার আদিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯,২০২৫
টিআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

Alexa