ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

ডেভিল হান্ট: চাঁদপুরে ছাত্রলীগ নেতা কাকন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
ডেভিল হান্ট: চাঁদপুরে ছাত্রলীগ নেতা কাকন গ্রেপ্তার

চাঁদপুর: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সরাসরি হামলায় জড়িত ও একাধিক মামলার আসামি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি কাকন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ওয়্যারলেস বাজার এলাকায় চালানো অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে তিনি গ্রেপ্তার হন।

কাকন গাজী শহরের ১৩ নম্বর ওয়ার্ড লোষঘর পাকা মসজিদ এলাকার মৃত মিজানুর রহমান গাজীর ছেলে। তিনি কারাগারে থাকা সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী। বিভিন্ন আনুষ্ঠানিকতায় তার বাসায় যাতায়াত ছিল দীপু মনির।

মন্ত্রীর প্রভাব খাটিয়ে কাকন স্থানীয় নানা অপরাধে নেতৃত্ব দেন। তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, কাকনের বিরুদ্ধে গত ৫ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগ আছে। একাধিক মামলারও আসামি তিনি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

Alexa