ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে জামায়াতে ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
গাজীপুরে জামায়াতে ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গাজীপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন পুনর্বহাল এবং জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর মহানগর ও জেলা জামায়াতে ইসলাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এসময় হাজার হাজার নেতা-কর্মীর পদচারণায় বিশাল গণজোয়ারে পরিণত হয় গাজীপুর মহানগর।

গাজীপুর মহানগরের শিববাড়ি মোড়ে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করে জামাতে ইসলাম ও ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। মুহূর্তেই পুরো এলাকা মিছিলের নগরীতে রূপ নেয়। শিববাড়ি মোড়ে জমায়েত হয়ে সমাবেশ করেন তারা।  

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, গণতন্ত্র মানে মতপ্রকাশের স্বাধীনতা। কিন্তু আজ সেই স্বাধীনতা হরণ করা হয়েছে। ইসলামপন্থীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ আবুল হাশেম খান, গাজীপুর জেলা আমীর ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর নায়েবে আমীর মুহাম্মদ খায়রুল হাসান, জেলা নায়েবে আমির মাওলানা সেফাউল হক, ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ সালাহ উদ্দিন আইয়ুবী। সমাবেশের সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দীন।  

সমাবেশে বক্তারা বলেন, এই আন্দোলন থেমে যাবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার পুনরুদ্ধার না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তারা শেখ হাসিনা সরকারের দমননীতির কঠোর সমালোচনা করেন এবং অবিলম্বে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।  

পরে চান্দনা চৌরাস্তা এলাকা পর্যন্ত বিশাল মিছিল বের করা হয়। মিছিলে হাজারো মানুষ অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
আরএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

Alexa