ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে অস্ত্র-গুলিসহ ডাকাত গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
নাইক্ষ্যংছড়িতে অস্ত্র-গুলিসহ ডাকাত গ্রেপ্তার গ্রেপ্তারকৃত ডাকাত ভিকচাঁন

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ভীকচাঁন মিয়া (৩৪) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক ভীকচাঁন মিয়া নরসিংদী সদরের পাঁচদোনা এলাকার বাসিন্দা সোলাইমান মিয়ার ছেলে।  

বর্তমানে তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার পাঞ্জাখানা এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানা যায়।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকার বাসিন্দা কবির হোসেনের তামাক ক্ষেত্রে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দলের সদস্যরা, এমন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ডেভিল হান্ট টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও অভিযান চালিয়ে ভীকচাঁন মিয়া নামে এক সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়ে আসে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ভীকচাঁন মিয়াকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানার ডেভিল হান্ট টিম। তার নামে দুটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

Alexa