ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

অপারেশন ডেভিল হান্ট: মোহাম্মদপুরে গ্রেপ্তার ২৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
অপারেশন ডেভিল হান্ট: মোহাম্মদপুরে গ্রেপ্তার ২৭ মোহাম্মদপুর থানা

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন—সোহাগ (২০), রাব্বি  (২০), মেহেদী (২০), রাফিদুল অপু (২০), রিফাত (২০), সৌরভ (২০), জীবন (২৮),  মেহেদী  (২২), রফিক (৩৭), রাশেদ (৩২), মো. আলী  (২০), আফজাল (২৮), ওয়াহিদ (২৮), তাহসিন (২৮), নাজিম (২২), ইয়াছিন (২০), শাকিল (২৫), মোহাম্মদ আলী (৩৫), সাফায়েত (২০), কেনন (২৫), নাইমুল (১৯), সিয়াম (১৯), নুর ইসলাম (১৯), হালিমা (২৬), রাবেয়া (২৫), জান্নাত (২০) ও লাকি (৩০)।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

Alexa