ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৪ মহররম ১৪৪৭

রাজনীতি

নাশকতা মামলায় নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
নাশকতা মামলায় নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

নোয়াখালী: নাশকতা মামলায় নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

গ্রেপ্তার নিজাম উদ্দিন ফারুক জেলার কবিরহাট উপজেলার রামেশ্বপুর এলাকার আবদুল ওয়াদুদের ছেলে।  

ওসি জাহেদুল হক রনি জানান, বেগমগঞ্জ থানার একটি নাশকতার মামলায় ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরে বুধবার বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  

জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইসহাক খন্দকার বলেন, সকালে জেলা জামায়াতের সেক্রেটারি ফারুককে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। তার বিরুদ্ধে যেসব মামলা ছিল তিনি সব মামলায় জামিনে রয়েছেন।  

অকারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, আমাদের রাজনীতি করার অধিকার আছে। সরকার অন্যায়ভাবে আমাদের ওপর হয়রানি ও গ্রেপ্তার করছে। আমাদের রাজনৈতিক অধিকার হরণ করছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa