ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

নয়াপল্টনে প্রস্তুত হচ্ছে মঞ্চ, যে পথে যাবে র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
নয়াপল্টনে প্রস্তুত হচ্ছে মঞ্চ, যে পথে যাবে র‌্যালি

ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুরে গণর‌্যালি শুরু করবে দলটি। দলীয় কার্যালয়ের সামনে প্রস্তুত করা হচ্ছে অস্থায়ী মঞ্চ।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে সরজমিনের যে দেখা গেছে, দলীয় কার্যালয়ের সামনে প্রস্তুত করা হচ্ছে অস্থায়ী মঞ্চ। সাউন্ড সিস্টেমের জন্য আনা হয়েছে পর্যাপ্ত মাইক ও বক্স।  

র‌্যালি শুরুর আগে দলের কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই নয়াপল্টন এলাকায় বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।  

দুপুর আড়াইটায় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গণর‌্যালি কাকরাইল, মৎস্য ভবন, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ গিয়ে শেষ হবে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
টিএ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa