ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

দেশবন্ধুর রাইট প্রস্তাব নাকচ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
দেশবন্ধুর রাইট প্রস্তাব নাকচ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের দেশবন্ধু পলিমার লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৪ মার্চ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



কোম্পানিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (রাইট ইস্যু) রুল ৩ (ই) পরিপালনে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয় বিএসইসি।

দেশবন্ধু পলিমার তাদের বিনিয়োগকারীদের জন্য ১ আর : ১ হারে রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব করেছিলো। অর্থাৎ একটি সাধারণ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা একটি করে রাইট শেয়ার কিনতে পারতেন।

তবে সিদ্ধান্তটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদনের প্রায়োজন ছিল। এখন বিএসইসি অনুমোদন না দেওয়ায় কোম্পানিটি আর রাইট শেয়ার ছাড়তে পারবে না।

বাংলাদেশ সময় : ১১৩৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa