ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজের উদ্যোগে পিঠা উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজের উদ্যোগে পিঠা উৎসব

পিঠা ছাড়া শীত অসম্পূর্ণ। পিঠার মিষ্টি স্বাদে সবার মন ভরে উঠে, এটি আমাদের ঐতিহ্যের এক মিষ্টি পরিচয়।

এই প্রজন্মকে পিঠার সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যে মঙ্গলবার (৪ জানুয়ারি) বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখা পিঠা উৎসবের আয়োজন করে।  

তারা বাহারি রকমের শীতের পিঠার আয়োজন করে এবং সকলে মিলে গল্প আড্ডার মধ্য দিয়ে তা উপভোগ করে।

বসুন্ধরা শুভসংঘ  ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম বলেন, ‘পিঠা শুধু রসনা বিলাসের অংশ নয় , এটি নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয় এবং সাংস্কৃতিক বন্ধন কে আরো দৃঢ় করে তোলে। তাই আমরা সকলে মিলে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কলেজ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করি। ’

এই দিন তারা চিতই,ভাপা,পুলি,নকশি পিঠাসহ আরো কয়েক ধরনের পিঠার আয়োজন করে। পিঠা উৎসবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মিথুন, অর্থ সম্পাদক সাহিদা খাতুন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম রীতু,সমাজ কল্যাণ সম্পাদক ইফফাত সুলতানা,প্রচার ও প্রকাশনা সম্পাদক  জান্নাতুল তাসলিমা,সানজিদা ইসলাম নীলা,জান্নাতুল ফেরদৌস, আখি মনি,তাসনোভা তুশিন, মিথিলা আক্তার, জুলিয়া আক্তার ঝর্ণা,নিঝুম নিশি,নাবিহা নাহসিন,জান্নাতুল মেঘলা, সানজিদা ইসলাম।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa