ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আগরতলা

ত্রিপুরায় ২ লাখ রুপি’র গাঁজা পুড়িয়ে ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
ত্রিপুরায় ২ লাখ রুপি’র গাঁজা পুড়িয়ে ধ্বংস যৌথ অভিযানে জব্দ হওয়া গাঁজা- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় পুলিশ ও আবগারি দফতর যৌথ অভিযান শেষে জব্দ হওয়া প্রায় দুই লাখ রুপি’র গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাখাল মিত্র বাংলানিউজকে বলেন, রাজ্য পুলিশ প্রশাসন প্রায় প্রতিদিন কোনো না কোনো এলাকায় অবৈধ গাঁজা চাষিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার খোয়াই জেলার কল্যাণপুর থানার ঘিলাতলী, পুলিনপুর ও সত্যগুরু পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ হয়েছে। এ সব গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য প্রায় দুই লাখ রুপি। আগামীতেও এই ধরনের অভিযান চলতে থাকবে বলে জানান কল্যাণপুর থানার ওসি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসসিএন/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa